বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প কারখানায় অভিযানে কোটি টাকার নকল স্ট্যাম্প উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৩, ২৫ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প কারখানায় অভিযানে কোটি টাকার নকল স্ট্যাম্প উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন জুডিশিয়াল ও রেভিনিউ নকল স্ট্যাম্প তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। একই সময় কারখানায় কাজ করা দুই কর্মচারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজীর বাড়িতে গড়ে ওঠা ওই কারখানায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মৌচাক এলাকায় এমদাদ হাজীর দোতলা বাড়ির নিচতলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে একজন ব্যক্তি একটি ছাপাখানা স্থাপন করে নকল নন জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করছে। এমন তথ্যের সত্যতা যাচাই শেষে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং ৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ রেভিনিউ নকল স্ট্যাম্প উদ্ধার করা হয়। পাশাপাশি স্ট্যাম্প তৈরিতে ব্যবহৃত বিশেষ কাগজ ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়। উদ্ধারকৃত স্ট্যাম্পের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে পুলিশ ধারণা করছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) এবং একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)। তারা দীর্ঘদিন ধরে ওই কারখানায় কর্মচারী হিসেবে কাজ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, জাল স্ট্যাম্প তৈরির সঙ্গে জড়িত কারখানা মালিকসহ সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে। গ্রেফতার দুই কর্মচারী এবং কারখানা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।