বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মনোনয়ন প্রত্যাহার করবেন না আঙ্গুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৬, ১৪ জানুয়ারি ২০২৬

মনোনয়ন প্রত্যাহার করবেন না আঙ্গুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বিএনপির সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর। 

বুধবার (১৪ জানুয়ারি) এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।

এসময় তিনি বলেন, আমি মনোনয়ন তো প্রত্যাহারের জন্য জমা দেইনি। আমি ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত চারবার নির্বাচিত হয়েছি। আমি যখনই ভোট চেয়েছি মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 

তিনি আরও বলেন, জনগণ আমাকে অতীতে নির্বাচিত করেছে। তারা আমাকে বলেছে আপনি নির্বাচন করুন। আমি জনগণের ইচ্ছায় মনোনয়ন জমা দিয়েছি। 

তিনি বলেন, আমি এবার জনগণের জন্য কিছু করতে চাই। আমি আড়াইহাজারের মানুষকে দিতে চাই। আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমি মনোনয়ন প্রত্যাহার করবো না, আমি স্বতন্ত্র নির্বাচন করবোই।