অভিহিতকরণ সভা
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ/না ভোট সম্পর্কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ/না ভোট সম্পর্কে আলোচনা সভা ও অভিহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার (আরএমও) মো.মোস্তাফিজুর রহমান দিগন্ত। উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ,জামপুর ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মুরাদ হোসেন,সমাজসেবক ও বিএনপি নেতা মো.শহিদুল্লাহ সরকার,বিএনপি নেতা মো.শাহীন হোসেন ,ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মী মো.শুভ খান। এসময় জামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,ইউনিয়ন পরিষদের সকল সেবাকর্মীগন উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মো.মোস্তাফিজুর দিগন্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যা/না -ভোট সম্পর্কে উপস্থিত সকলের মাঝে আলোচনা তুলে ধরেন।

