বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিল বন্দর থানা প্রেস ক্লাব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৫, ১৪ জানুয়ারি ২০২৬

ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিল বন্দর থানা প্রেস ক্লাব

ফাইল ছবি

পথে পথে ঘুরে ছিন্নমূল ও নিন্ম আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বন্দর থানা প্রেসক্লাব। 

১৩ জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে ক্লাবের এডহক কমিটির আহবায়ক সাব্বির আহমেদ সেন্টুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। 

আহবায়ক সাব্বির আহমেদ সেন্টু ছাড়াও কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ারুল হক,মঞ্জুর আহমেদ মুন্না,ডিএম মাইনুদ্দিন ও বাহাউদ্দীন পায়েল। কর্মসূচিতে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ বটতলা হতে ইসলামপুর,টিক্কার মোড়,বকুলতলা,নমুনা বাজার,লক্ষারচর বাজার,পায়রা চত্বর, ২০নং ওয়ার্ডের মাহমুদনগর,কলাবাগ,বেপারী পাড়া,দড়ি সোনাকান্দা,সোনাকান্দা,২১নং ওয়ার্ডের চৌধুরী পাড়া,নোয়াদ্দা,রূপালী,সালহনগর,২২নং ওয়ার্ডের বাবুপাড়া, আমিন আবাসিক এলাকা,বন্দর ১নং খেয়াঘাট,ময়মনসিংহপট্রি,লেজারার্স আবাসিক এলাকা,খান বাড়ির মোড়,২৩নং ওয়ার্ডের সিএসডি গেইট,একারমপুর পৌরসভার মোড়,কদমরসুল কলেজ গেইট,কবিলের মোড়,কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া,চর ঘারমোড়া,আলীনগর,বন্দর উপজেলা পরিষদ গেইটসহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।