বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করেছে হাসিনা: মান্নান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৯, ১৪ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করেছে হাসিনা: মান্নান 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আজহারুল  ইসলাম মান্নান  বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গনতন্ত্রের জন্য আপোশহীন ছিলেন। তিনি স্বৈরাচার শেখ হাসিনার সাথে কোন আপোষ করেননি। সেই জন্য দেশবাসী তাকে আপোষহীন নেত্রী হিসেবে উপাধিন দিয়েছেন। বিনা চিকিৎসায় নির্মমভাবে তাকে তিলে তিলে হত্যা করেছে জালেম শেখ হাসিনা সরকার। আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাই।  আল্লাহ  যেন খালেদা  জিয়াকে  বেহেশত  নসীব করেন । 

বুধবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের এসওরোড এলাকায় ৬নং ওয়ার্ড বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এসএম আসলাম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার প্রমূখ। 

দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম।