বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইন্ডাস্ট্রিতে বাতি জ্বললে আমার ভাই বোনদের চাকরি দিতে হবে: দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৪, ১৪ জানুয়ারি ২০২৬

ইন্ডাস্ট্রিতে বাতি জ্বললে আমার ভাই বোনদের চাকরি দিতে হবে: দিপু ভূঁইয়া 

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, এখানে এত ইন্ডাস্ট্রি তবুও তারাব পৌরসভার মানুষকে তারা চাকরি দিতে চায় না। প্রতিটি ইন্ডাস্ট্রিতে যদি বাতি জ্বলে আমার ভাই বোনদের চাকরি দিতে হবে তাদের ঘরেও বাতি জ্বলতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারাব পৌরসভায় মানুষ উন্নয়ন দেখেনি। এখানে কোন হাসপাতাল, স্কুল নেই। এখানে কোন নাগরিক সুযোগ সুবিধা নেই। আমরা তারাবকে নামে এ ক্যাটাগরির পৌরসভা নয় সত্যি এ ক্যাটাগরির পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছে। তারেক রহমান যখন ফিরেছে মনে হয়েছে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা ১২ তারিখে এই এলাকার মানুষকে নিয়ে একসাথে ভোট দিতে যাবো।