ফাইল ছবি
আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের কর্মী ও সমর্থকদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে বন্দর থানার ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া তার নিজ বাস ভবনে গনমাধ্যম কর্মীদের সাথে নির্বাচনী বিষয়ে এক স্বাক্ষাতকালে এমন শংকার কথা জানান তিনি।
গনমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নে তিনি আরো জানান, জাতীয় নির্বাচনের আর মাত্র ২৭ দিন বাকী। নারায়ণগঞ্জ-৫ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছি। আমার মনোনয়ন নিয়ে একটা ধুম্রজালের সৃষ্টি হয়েছিল। আমার টিন সনদ পত্রের রিটার্ণ দাখিল না করায় মনোনয়নটি নির্বাচন কমিশন বাতিল করেন। আপিল শুনানীর মাধ্যমে মনোনয়নটি বৈধ হয়। বিশেষ করে মনোনয়নটি বৈধ হওয়ার পর একটি মহল আমার কর্মী সমর্থকদের নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে এমনটাই শুনছি।
সংসদ সদস্যপ্রার্থী মাকসুদ প্রশাসন ও গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে শহর ও বন্দরে জনগন ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করলে ভোটার উপস্থিতি বাড়বে। আপনারা জানেন বন্দরে মুছাপুর ইউনিয়নের ৩ বারের ইউপি চেয়ারম্যান হিসেবে জনগনের কল্যানে কাজ করেছি এবং উপজেলা নির্বাচনে স্বৈরাচার সরকার সমর্থিত হেভিওয়েট প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে জনগেনের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবারও নারায়ণগঞ্জের ৫ আসনে সদর-বন্দরের সাধারণ জনগন দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে মূল্যাবান ভোট প্রদান করে মেহেনতী মানুষের কল্যানে কাজ করার সুযোগ করে দিবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

