বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপনারা দিপুর পাশে থাকবেন, আপনারাই দিপুর অস্ত্র : আফরোজা আব্বাস 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৪, ১৪ জানুয়ারি ২০২৬

আপনারা দিপুর পাশে থাকবেন, আপনারাই দিপুর অস্ত্র : আফরোজা আব্বাস 

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, দিপু আঠারো বছর আপনাদের ছেড়ে যায়নি। প্রত্যেকের পাশে ছিল। আমরা সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। আপনারাও পাশে থাকবেন এটুকুই চাওয়া দিপুর। দিপু তো আপনাদের কাছে টাকা পয়সা চায় না। আপনারা ওর পাশে থাকবেন। আপনারাই দিপুর অস্ত্র। দিপু একা কিছু করতে পারবে না আপনারা পাশে না থাকলে।

বুধবার (১৪ জানুয়ারি) রূপগঞ্জের তারাব পৌরসভায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমি হঠাৎ এখানে এসে দিপুকে ফোন দিলাম। দিপু আমাকে ছাড়বেই না, তাই এখানে চলে এলাম। আমাদের নির্বাচনী আবহ তৈরি হয়ে গেছে। আমি আমার স্বামী মির্জা আব্বাসের প্রচারণায়ও এখনও নামিনি। কিন্তু আমার দেবর দিপুর জন্য এখানে চলে এসেছি। ও মির্জা আব্বাসের ছোট ভাই।

তিনি আরও বলেন, আমি গত বছর এখানে এসেছিলাম। এখানে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিল। আমার চেয়ারম্যান বললেন আপনি ওখানে যান এবং দিপু যেন আপনার পাশে থাকে। দিপুকে তিনি এতটাই পছন্দ করেন এবং ওর ওপর আস্থা রাখেন।

তিনি বলেন, আমরা আঠারো বছর ঘরে থাকতো পারিনি। আমরা হামলা মামলা গুম ও খুনের শিকার হয়েছি। আমার স্বামী ও আমার দেবররা জেলে ছিল। ১২ তারিখ আমরা ব্যালটের মধ্য দিয়ে এর জবাব দিবো।