মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস কর্তৃপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস কর্তৃপক্ষ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নে চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ২০০টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নে ঝাউচর বসুন্ধরা বালুর মাঠ সংলগ্ন এলাকায় ২ ভাট্রি বিশিষ্ট চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে ও তানভীর পেপার মিলস সংলগ্ন তিন রাস্তার মোড়ে ২০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষ। 

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শফিউল আওয়ালের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। 

শফিউল আওয়াল বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানে অভিযান চালানো হবে।  

অভিযানে উপস্থিত ছিলেন, তিতাসের কর্মকর্তা, সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।