মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাল প্রতীক বরাদ্দ, দুটি আসনে বিদ্রোহীদের ঘিরে চিন্তা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২০, ২০ জানুয়ারি ২০২৬

কাল প্রতীক বরাদ্দ, দুটি আসনে বিদ্রোহীদের ঘিরে চিন্তা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আগামীকাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। তবে, প্রতীক বরাদ্দের পর থেকেই বিশেষত নারায়ণগঞ্জের দুটি সংসদীয় আসনে বিএনপি দলের প্রার্থী ও জোট সমর্থিত প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। এই আসনে তার জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে, কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম।

দুই অভিজ্ঞ প্রার্থীই এই আসনে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন এবং তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম। ফলে মান্নানকে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হবে, বিশেষ করে ভোটারদের মন জয় করতে এবং বিদ্রোহীদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মোকাবেলা করতে হবে।

এদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই আসনে তার জন্য পরিস্থিতি বেশ কঠিন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন শাহ্ আলম এবং মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এই আসনে দুই স্বতন্ত্র প্রার্থীরই রয়েছে শক্তিশালী অবস্থান, যার কারণে কাসেমীর জন্য আসন্ন নির্বাচন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রস্তুতি ও কৌশল আরো স্পষ্ট হবে, তবে বিদ্রোহীদের উপস্থিতি বিএনপি ও তার সমর্থকদের জন্য বড় একটি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।