প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে এদিন কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনটি আসনে।
৩ জন প্রত্যাহারের ফলে এখন জেলার পাঁচটি সংসদীয় আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রত্যাহার করা ৩ জন হলেন- নারায়ণগঞ্জ ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাইয়ুম সিকদার, নারায়ণগঞ্জ ২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আব্দুল কালাম ও নারায়ণগঞ্জ ৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী ইলিয়াস আহম্মেদ।

