ফাইল ছবি
নারায়ণগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। শেষ পর্যন্ত কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। বরং সবাই নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে করে নারায়ণগঞ্জের একাধিক আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে এবং ভোটের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দুলাল। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার বিষয়ে তিনি অনড় অবস্থানে রয়েছেন। স্থানীয় পর্যায়ে তার নিজস্ব সমর্থকগোষ্ঠী তেমন না থাকলেও সক্রিয় রয়েছে তার কিছু অনুগতরা বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনবারের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর। দলীয় সূত্র অনুযায়ী, তিনি সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেও মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। বরং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। তিনিও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেননি। একই আসনে আরেক বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। ফলে এই আসনে বিএনপির ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা করছেন দলীয় নেতাকর্মীরা।
সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন শাহ্ আলম ও মুহাম্মদ গিয়াসউদ্দিন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যে তাদের দুজনকেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবুও তারা নির্বাচন থেকে সরে দাঁড়াননি এবং নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এসব বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিএনপির শীর্ষ নেতারা। মনোনয়ন প্রত্যাহার করলে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ভবিষ্যতে দলে ফেরার সুযোগ দেওয়ার আশ্বাসও ছিল। তবে কেউই সে প্রস্তাবে সাড়া দেননি।
মনোনয়ন প্রত্যাহার না করায় এসব বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সামনে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিএনপির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অনড় অবস্থান নির্বাচনী রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।

