ফাইল ছবি
আগামী ২২ জানুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জনসভা সফল করার জন্য স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
নারায়ণগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জনসভার সফলতার জন্য দিন-রাত এক করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপির এই দুই প্রার্থী জানান, জনসভায় দলীয় সমর্থক, নেতাকর্মী, এবং স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি আশা করছেন। ইতোমধ্যে আড়াইহাজারসহ আশপাশের বিভিন্ন এলাকার জনগণ এ সভায় যোগ দিতে আগ্রহী।
স্থানীয় বিএনপির নেতারা জানান, জনসভাকে সফল করতে পাঁচরুখী এলাকা, আড়াইহাজার এবং পাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা আড়াইহাজারে আসার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের।
বিএনপির এই জনসভাকে কেন্দ্র করে দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নারায়ণগঞ্জের এই জনসভা থেকেই দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শক্তিশালী ভাবে শুরু করতে চায় বিএনপি। জনসভায় বিপুল সংখ্যক লোকের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

