শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গরমে বেড়েছে আখের রসের চাহিদা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৮, ৬ এপ্রিল ২০২২

গরমে বেড়েছে আখের রসের চাহিদা

আখের রস

নারায়ণগঞ্জসহ সারা দেশেই বাড়ছে গরমের তীব্রতা। তীব্র এই গরমে দিনভর রোজা রাখার পর রোজাদারদের কাছে বিভিন্ন রকমের শরবত, জুসের পাশাপাশি বেড়েছে আখের রসের চাহিদা। 

বুধবার (৬ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় ভ্রাম্যমান আখের রসের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

আখের রসের চাহিদা বেশি থাকায় বিক্রোতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

আখের রস বিক্রেতা মামুন জানান, গরমের সময়েই আমাদের ব্যবসা ভাল চলে। এবার রোজার আগে থেকেই গরম বেশি থাকায় বেচাবিক্রি ভাল হচ্ছিল। রমজান আসার পরে তা আরও বেড়েছে। 

তিনি বলেন, রমজানের কারনে সারাদিন খুব একটা বেচাকেনা না হলেও বিকেলে ভাল বেচাকেনা হয়। ইফতারির আগে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। 

তিনি আরও জানান, এখন প্রতি গ্লাস ২০ টাকা দরে বিক্রি করছি। বরফসহ লিটার প্রতি ৬০ টাকা দরে বিক্রি করে থাকি। বরফ ছাড়া ৮০ টাকা লিটার দরে বিক্রি করি। সব স্থানে এই একই দাম। 

আখের রস কিনতে আসা রমজান আলী জানান, এবার অনেক গরম পড়েছে। ইফতারে আখের রস খেলে শরীরটা একটু ঠান্ডা থাকে। তাই আখের রস কিনছি।