
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জামায়াত আমাদের নবীর ইসলামে বিশ্বাস করে না। তাদের একজন ভন্ড নবী আছে। সে হল আবু আলা মওদুদী। তারা বিদেশি গোষ্ঠীর ইন্ধনে ইসলামকে বিতর্কিত করছে। আপনারা রাজনীতির নামে রগ কেটেছেন হত্যা করেছেন। আমরা তা বলতে চাই না। আমরা চাই সুস্থ ধারার রাজনীতি সবাই করুক।
মঙ্গলবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কী করবে তা ৩১ দফায় বিএনপি তুলে ধরেছে। এটি জনগণের প্রতি বিএনপির অঙ্গীকার। জনগণ আমাদের ভোট দিলে আমরা ৩১ দফা বাস্তবায়ন করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।
জিয়াউর রহমান বলতেন জনগণই সকল ক্ষমতায় উৎস। বিএনপি সেই বক্তব্যকে ধারণ করে আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে এই ৩১ দফা দিয়েছে। আজকে নয়, শেখ হাসিনার আমলে যখন বাংলাদেশ শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনে পতিত ছিল সেসময় দিয়েছে।
আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা নারায়ণগঞ্জে এমন পরিবেশ করতে চাই যে বিএনপিও কোন অপরাধ করলে তাকেও যেন আইনের আওতায় আনা যায়।
পাঁচ আগষ্টের পর বিএনপির কিছু নামধারী নেতা বিএনপি নাম খারাপ করা হয়েছে। তাদের কিন্তু রেহাই দেয়া হয়নি। ছয় হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে তাদের স্থান হত কারাগারে। বিএনপি অন্যায় সহ্য করে না।