বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ-০৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০১, ২২ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জ-০৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

জামায়াতে ইসলামীর গণসংযোগ

আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডা: মোঃ ইকবাল হোসাইন গণসংযোগ করেছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

এদিন সকাল ০৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, চরগোয়ালদি, পাঁচানী, এবং শান্তিনগর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাঁচানী শান্তিনগর দারুন নাজাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই গণসংযোগে কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনী প্রচার চালান প্রিন্সিপাল ডা: মোঃ ইকবাল হোসাইন। এ সময় তিনি জনগণের কাছে নিজের অবস্থান তুলে ধরেন এবং তাদের সমর্থন কামনা করেন।

গণসংযোগে পিরোজপুর ইউনিয়নের ১, ২, ও ৩ নং ওয়ার্ডের জামায়াত নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত থেকে প্রধান অতিথিকে সহযোগিতা করেন।