বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান: ৩টি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০২, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৪৫, ২২ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান: ৩টি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি

​নারায়ণগঞ্জ পোস্ট ডটকম : নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ​নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব মোঃ নাজমুল হুদা-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।

​অভিযানের মূল স্থান ছিল সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকা। অভিযানে তিনটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা তিনটি চুনা কারখানায় ব্যবহার করা হচ্ছিল।

​উচ্ছেদ করা হয়, সোনারগাঁও ইকোনমিক জোনের গেটের পূর্ব পাশে অবস্থিত একটি চুনা কারখানা (২টি ভাট্টি), পশ্চিম পাশে অবস্থিত অপর একটি চুনা কারখানা (৩টি ভাট্টি), এবং ইকোনমিক জোনের বিপরীত পাশে অবস্থিত আরেকটি চুনা কারখানা (৩টি ভাট্টি)-এর অবৈধ সংযোগ।

​অভিযানে অবৈধ গ্যাস সংযোগের ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল আনুমানিক ১০ ফুট দৈর্ঘ্যের ২ ইঞ্চি ব্যাসের পাইপ, প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের ১.৫ ইঞ্চি ব্যাসের পাইপ এবং ১৫০ ফুট হোজ পাইপ।

​এছাড়াও, অবৈধ কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয় এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া হয়।

​তবে, অবৈধ কারখানাগুলোর মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিক কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।