
আবু জাফর আহমেদ বাবুল
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। এখনো অনেকজন প্রার্থী মাঠে রয়েছেন, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দল যাকে নমিনেশন দিবে আমরা একে অপরে মিলে তার জন্য কাজ করে যাবো। আমরা পাচঁ জন যদি প্রার্থী থাকি, দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে ভোট চাইবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য যা যা দরকার তা তা করতে প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, দল যদি আমাকে না দেয় তাহলে যারা পায়নি, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নিয়ে দলীয় প্রার্থী পক্ষে নামবো। যদি আমাকে দেয় তাহলে অন্যান্য প্রত্যাশি প্রার্থীদের চা দাওয়াত দিয়ে কথা বলবো। এবং শহীদ জিয়ার ধানের শীষ, বেগম খালেদা জিয়ার ধানের শীষ ও তারেক রহমানের ধানের শীষে ভোট দেয় সেই আহবান করবো। নির্বাচনে দলের প্রার্থী হলে আমার পক্ষ থেকে ইশতেহার তুলে ধরবো জনগণের কাছে। ভোটাররা যোগ্য মানুষ ভোট দিবে দিবে, এটা আমার বিশ্বাস। নারায়ণগঞ্জ-৫ আসনকে যিনি মডেল হিসেবে গড়ে তুলতে পারবে, তাকেই জনগণ ভোট দিবে।
মঙ্গলবার ২১ অক্টোবর বাদ আছর বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কিল্লা জামে মসজিদে নামাজ আদায়ের পর গণসংযোগকালে তিনি একথা বলেন। গণসংযোগটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ বটতলা এসে শেষ করে।