মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমাদের লুঙ্গির নিচে একটি দল ছিল, ঘাড়ে চড়ে রাজনীতি করেছে : রেজা রিপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০১, ২১ অক্টোবর ২০২৫

আমাদের লুঙ্গির নিচে একটি দল ছিল, ঘাড়ে চড়ে রাজনীতি করেছে : রেজা রিপন 

ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, ধানের শীষের জন্য তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। তারেক রহমান যাকে মনোনয়ন দিবে তাদের আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করে আনবো। আমাদের দাবী থাকতে পারে। কিন্তু ধানের শীষকে আমরা বিপুল ভোটে বিজয়ী করে আনবো।

মঙ্গলবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা জনগণের কাছে যাবেন। মানুষকে বেঝাবেন বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আমাদের লুঙ্গির নিচে একটি দল ছিল। আমাদের ঘাড়ে চড়ে রাজনীতি করেছে৷ এখন তাদের মোনাফেকি বের হয়েছে। জিয়াউর রহমান তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। তারা ৯৬ সালেই আওয়ামী লীগের সাথে মিলে আমাদের পিঠে ছুরিকাঘাত করেছেন। ২০০১ সালে আওয়ামী লীগ ল্যাং মারার পরে আবার আমাদের কাছে এসেছে। নেত্রী দয়া করে তাদের সিট দিয়ে সংসদে এনেছে।

আপনাদের কারণে আমাদের জঙ্গি তকমা লাগানো হয়েছে। কিছু হলেই বিদেশে গিয়ে বলত বিএনপি ও জামায়াতে ইসলামী জঙ্গি দল। আমি নিজেও এমন মামলার শিকার হয়েছি। আমাকে জামায়াতের মামলায় জেল খাটতে হয়েছে। আমার বাড়িতে আমার স্ত্রীকে গিয়ে তারা বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। আপনারা খেয়াল রাখবেন এ ধরনের ঘুনপোকা যেন আপনাদের ঘরে না আসতে পারে।