
খায়রুল ইসলাম সজীব
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব বলেছেন, আমরা সকলে ভাই ভাই। আমাদের মাঝে কোন দ্বন্দ্ব নেই। শিঘ্রই আমাদের একসাথে মাঠে দেখা যাবে। মান্নান সিদ্ধিরগঞ্জে শিঘ্রই আপনাদের মাঝে প্রচারণা করতে আসবেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় নির্বাচনী প্রচারণায় এসে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ঐক্যের বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষকে আমাদের বিজয়ী করতে হবে। আমাদের অভিভাবক তারেক রহমানের জন্য আজ আমার এখানে উপস্থিত হতে দেরি হয়েছে। নারায়ণগঞ্জের প্রতিটি আসনের নেতৃবৃন্দকে তারেক রহমান বার্তা দিয়েছে। এই বার্তা আমাদের সকলের বার্তা। তারেক রহমান নারায়ণগঞ্জের প্রতিটি আসনে ধানের শীষের বিজয় দেখতে চায়।
তিনি বলেন, আমাদের প্রতীক্ষা শেষ হচ্ছে। কে হচ্ছে নারায়ণগঞ্জ-৩ আসনের মানুষের নয়নের মনি তা আপনারা শিঘ্রই জানতে পারবেন। কে হচ্ছে মানুষের প্রান প্রিয় নেতা তা শিঘ্রই জানিয়ে দেয়া হবে।