
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে তিনটি বেসরকারি হাসপাতালের সঙ্গে বিশেষ ছাড় সুবিধা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে চেম্বারের উদ্যোগে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি., সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতাল ও বাংলাদেশ নবজাতক হাসপাতালের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রথম পর্যায়ে দুপুর ১২টায় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি. ও সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালের সঙ্গে মতবিনিময় সভায় চেম্বারের প্রস্তাব অনুযায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল সদস্য, তাদের স্বামী/স্ত্রী, পিতা-মাতা, নির্ভরশীল সন্তান এবং চেম্বারের আওতাধীন কারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা বিভিন্ন চিকিৎসা সেবায় ছাড় সুবিধা পাবেন।
এ সময় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি.-এর সঙ্গে চুক্তিতে চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার (সোহেল) এবং সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর স্বাক্ষর করেন। হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. মো. জিয়াউদ্দিন অপু ও সহকারী জেনারেল ম্যানেজার প্রবীর রঞ্জন বিশ্বাস।
সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালের পক্ষে চেয়ারম্যান দেবদাস সাহা ও পরিচালক নাছির হায়দার চৌধুরী স্বাক্ষর করেন। পরে দুপুর ২টায় বাংলাদেশ নবজাতক হাসপাতালের সঙ্গে চেম্বারের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তিতে হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা এবং চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান মুজিব স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি. এর পক্ষ থেকে বিভিন্ন সার্ভিসে ছাড় সুবিধা প্রদান করা হবে। প্যাথলজি ৩০%, রেডিওলজি ও ইমেজিং ২০%, বেড ভাড়া ২০%, আইসিইউ/এইচডিইউ/সিসিইউ/এনআইসিইউ/পিআইসিইউ প্যাকেজে ২০%, দন্ত চিকিৎসা ১০%, অডিওমেট্রি ৫৮%, পালমোনারি ফাংশন টেস্ট ২৫%, ভিজ্যুয়াল এক্যুইটি ও কালার ভিশন টেস্ট ২০%, স্পুটাম এএফবি/টিউবারকুলিন টেস্ট ৩০%, ডোপ টেস্ট ১৫% এবং ফিজিওথেরাপি ১৫% হারে এ সুবিধা দেয়া হবে।
সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে সেবা পাওয়া যাবে— চোখ দেখানো ১০০ টাকা, চোখ পরীক্ষা ৫০ টাকা, এসপিটি টেস্ট ২০০ টাকা, এনসিটি টেস্ট ২৫০ টাকা, এসআইসিএস পদ্ধতিতে অপারেশন ও লেন্স সংযোজন ২৫০০ টাকা, পিএইচএসিও পদ্ধতিতে ১৫০০০ টাকা, ডিসিআর অপারেশন ৩০০০ টাকা এবং পি টিইআর ওয়াইজি আইইউএম অপারেশন ২৫০০ টাকায় (লেন্স মূল্যের তারতম্যের কারণে সামান্য পরিবর্তন হতে পারে)।
অন্যদিকে, বাংলাদেশ নবজাতক হাসপাতাল থেকে মলিকুলার ল্যাব টেস্ট (এইচবিভি ডিএনএ, এইচসিভি আরএনএ, এইচএলবিএবি-২৭)-এ ১৫% ছাড়, অন্যান্য প্যাথলজিক্যাল টেস্টে ২৫–৩০% ছাড়, রেডিওলজি ও ইমেজিং সার্ভিস (এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম)-এ ২৫% ছাড় এবং ভর্তি রোগীদের বেড সাইড প্রসিডিউরে ৩০% ছাড় সুবিধা পাওয়া যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার (সোহেল), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক সোহেল আক্তার, আবদুল্লাহ আল-মামুন, মাহবুবুর রহমান স্বপন, গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি.-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালক নাছির হায়দার চৌধুরী এবং বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা ও অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান মুজিব।