
শ্রমিক বিক্ষোভ
দীর্ঘ ৬ মাসের বকেয়া বেতন এবং দুটি ঈদের বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মদনপুর দেওয়ানবাগ এলাকায় অবস্থিত বন্দর স্টিল মিলের শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর থেকে বিকেল মিনিট পর্যন্ত প্রায় ২০০ থেকে ২৩০ জন শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন।
শ্রমিকদের অভিযোগ, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। এছাড়াও ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ঈদ বোনাসও তারা পাননি। বর্তমানে প্রায় ১৬-১৭ মাস ধরে কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৪টার দিকে কারখানার মালিক মো. আক্তার হোসেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বদরুল ইসলাম ও এনামুল হক, এবং স্থানীয় নেতা বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন ঘটনাস্থলে উপস্থিত হন।
আলোচনা শেষে মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে আশ্বাস দেন।
মালিক মো. আক্তার হোসেন জানান, আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে শ্রমিকদের সকল প্রকার বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদী বুঝিয়ে দেওয়া হবে।
মালিকপক্ষের এই আশ্বাসের পর শ্রমিকেরা তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে যার যার গন্তব্যে ফিরে যান।
এই কারখানায় মোট ২৫০ জন শ্রমিক কর্মরত আছেন।