
পরিছন্ন কর্মীদের সভা
পরিচ্ছন্নতা কাজকে আরো গতিশীল করার লক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের ৭৮ জন পরিচ্ছন্নকর্মী ও সুপারভাইজারদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মে) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় খোরশেদ বলেন, এতদিন একজন ঝাড়ু দিয়ে আবর্জনা রাস্তার এক কোনে জমা করে রাখতো,পরে আরেকজন ট্রলিম্যান এসে ট্রলিতে করে আবর্জনা সরিয়ে নিতো। ফলে অনেক সময় ট্রলিম্যান আসার আগেই স্তূপকৃত আবর্জনা বেওয়ারিশ কুকুর বিড়াল রাস্তায় ছড়িয়ে দিত অথবা বাতাসে ছড়িয়ে দিত। এখন থেকে একই পরিছন্ন কর্মী ঝাড়ু দিয়ে আবর্জনা নিজেই ট্রলিতে করে সরিয়ে নিবে। ফলে রাস্তা ঘাট এখন থেকে শতভাগ পরিছন্ন থাকবে ইনশাআল্লাহ। এখন থেকে এলাকার মূল রাস্তার পাশাপাশি অলিগলিও নিয়মিত পরিচ্ছন্ন করা হবে।
এসময় সকলকে দায়িত্ব পালনের নতুন নিয়ম ও ঝাড়ু ট্রলি পরিছন্ন কর্মীদের হাতে বুঝিয়ে দেন তিনি।