
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি প্রকল্প উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ১৪ নভেম্বর এসকল প্রকল্প উদ্বোধন করা হবে জানিয়েছে সিটি করপোরেশন।
সোমবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসকল প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উন্নয়ন প্রকল্পগুলো হল- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন, শেখ রাসেল পার্ক, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব, বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, সিদ্ধিরগঞ্জ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, পাক-পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ, সােনাকান্দা মাঠ।
১০ প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে ইতোমধ্যে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে ব্যানার ফেস্টুন ও পতাকা সাটিয়েছে নাসিক।