
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৬ আগস্ট) রাতে নাসিক ৬ ও ৪ নং ওয়ার্ড হতে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা বর্তমানে এসপি অফিসে আছেন।