রোববার, ৩১ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে তোয়ালে তৈরির কারখানায় ভয়াবহ আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৩, ৩১ আগস্ট ২০২৫

রূপগঞ্জে তোয়ালে তৈরির কারখানায় ভয়াবহ আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তোয়ালে তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কমপক্ষে বিশ লাখ টাকার মতো সামগ্রী পুড়ে গেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

শনিবার (৩০ আগস্ট) রাতে ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঘোষবাড়ি এলাকায় নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেড নামে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, আগুনের বিষয়ে কেউ আমাদের জানায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান মো. রশিদ মিয়ার মালিকানাধীন নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেড নামে তোয়ালে কারখানায় রাত ৮টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  মুহূর্তের মধ্যে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে এবং মজুদকৃত বিপুল পরিমাণ তোয়ালে এবং অন্যান্য জিসিনপত্র পুড়ে যায়।

আতঙ্কে শ্রমিক- কর্মচারীরা ছোটাছুটি করতে থাকেন। ওই সময় এলাকবাসী ও কারখানার লোকজন মিলে বাইরে থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যে কারণে ফায়ার সার্ভিসকে জানানো হয়নি।

আগুনে মজুদকৃত অন্তত বিশ লাখ টাকার তোয়ালে এবং বিভিন্ন সামগ্রি পুড়ে গেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।