
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ আগষ্ট) নরসিংদী জেলার মনোহরদী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর রূপগঞ্জ ছেড়ে পালিয়ে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাঈদ। এরপর থেকে আবু সাইদ মনোহিরদীতেই বসবাস করে আসছিলেন।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাটি রূপগঞ্জের নয় নরসিংদীতে ঘটেছে। শুনেছি লাশটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।