বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ৭৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৪, ২২ অক্টোবর ২০২৫

না.গঞ্জে ৭৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ৭৮ কেজি গাঁজার চালানসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

এর আগে গত ২১ অক্টোবর রাতে বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মৃত মোঃ মোস্তফার ছেলে মোঃ ইউসুফ (২৬) ও রংপুর জেলার বদরগঞ্জ থানার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ তোফান রানা (২৭)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা থেকে গাঁজা এনে  বিক্রির জন্য নিজেদের কাছে রেখেছিল। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।