বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধানের শীষের প্রচারণায় ফতুল্লায় রাজীব, তারেক রহমানের ৩১ দফা প্রচারে মানুষের ব্যাপক সাড়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১০, ২২ অক্টোবর ২০২৫

ধানের শীষের প্রচারণায় ফতুল্লায় রাজীব, তারেক রহমানের ৩১ দফা প্রচারে মানুষের ব্যাপক সাড়া

৩১ দফা নিয়ে গণসংযোগ

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় জনসম্পৃক্ত কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই প্রচার কার্যক্রমে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এই সময় স্থানীয় জনগণ তাকে দেখে স্বতঃস্ফূর্তভাবে ছুটে আসেন এবং ধানের শীষের পক্ষে আওয়াজ তোলেন।

এসময় মাসুকুল ইসলাম রাজীব তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দেখুন আমরা হলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আপনারা সবাই জানেন আমি একজন ক্ষুদ্র কর্মী। আমি জাতীয়তাবাদী দলের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ বিনির্মাণে যে ৩১ দফা দিয়েছে, সেটাই আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে অভূতপূর্ব সাড়া তো আছেই। ধানের শীষের প্রতীকের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস যেটা আছে... সেটাকেই অনেক রাজনৈতিক প্রতিপক্ষ আছে যারা সবসময় বিএনপিকে বা মানুষের, সাধারণ মানুষের যে আস্থার জায়গাটা, সেই আস্থার জায়গাটা দুর্বল করার জন্য বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, তো সেগুলি থেকে মুক্ত করার জন্যই মানুষকে যে প্রকৃত বিএনপির যে চরিত্র, বিএনপি কী করতে চায়, আমাদের নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে যদি নির্বাচিত হয়ে সংসদে সরকার গঠন করতে পারে, তাহলে কিভাবে রাষ্ট্রটা বিনির্মাণ করতে চান, সেগুলি উল্লেখ আছে। সেগুলি আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ তো বিএনপি সম্পর্কে জানেই, তারপরও আমাদের কাছ থেকে শোনার পরে তাদের আত্মবিশ্বাসটা আরও দ্বিগুণ হচ্ছে, যেটাই আমাদের সবচেয়ে মূল লক্ষ্য। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

উন্নয়ন প্রসঙ্গে রাজীব বলেন, দীর্ঘদিন স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার কারণে উন্নয়ন না হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু জাতীয়তাবাদী দলের কাছে মানুষের যে প্রত্যাশা আছে, আমরা বিশ্বাস করি যে মানুষের সেই প্রত্যাশাটা আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমেই সেটা প্রতিফলন ঘটাবো। অতএব ৪ আসনের মানুষের যে সীমাবদ্ধতা বা মানুষের যে চাওয়া-পাওয়া... অবশ্যই জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়, অবশ্যই এই অঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে সাথে নিয়ে এই অঞ্চলের মানুষের সামর্থ্য অনুযায়ী, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী যে সমস্ত চাহিদাগুলো অবশ্যই সেটা পূরণ করবে।