সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসুদুজ্জামানের উদ্যোগে বলদেব আখড়ায় প্রার্থনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৮, ২২ ডিসেম্বর ২০২৫

মাসুদুজ্জামানের উদ্যোগে বলদেব আখড়ায় প্রার্থনা

হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন। মা, মানুষ ও মাতৃভূমির টানে জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে আসবেন। জাতীয় নেতা হিসেবে জনাব তারেক রহমান দেশ ও জনগনের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র পুণর্গঠনের যে ঐতিহাসিক দায়িত্ব পেয়েছেন তা যেনো সফলভাবে পালন করতে পারেন সে লক্ষ্যে নারায়নগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান দোয়া মাহফিলের আয়োজন করেন। ২২ ডিসেম্বর নগরীর নিতাইগঞ্জের বলদেব আখড়ায়  হিন্দু সম্প্রদায় এই প্রার্থনার আয়োজন করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ। একাত্মতা প্রকাশ করনে নারায়ণগঞ্জ মহানগর জাগো হন্দিু পরষিদ সভাপতি চন্দন দে, সদস্য সচিব জনি ভৌমিক, ও যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়সহ বিভিন্ন নেতা ও সংগঠকবৃন্দ।

দেশের প্রাণপ্রিয় জাতীয় নেতা দীর্ঘদিন পরে দেশে ফিরবেন এ লক্ষে দল-মত নির্বিশেষে সবাই যেনো ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে পারে তা প্রার্থনা করেন। পুরোহিতরা উল্লেখ করেন যে ঐক্যবদ্ধতাই জাতীয় মুক্তি ও রাষ্ট্রের গণতান্ত্রিক পূণর্গঠনকে অর্থপুর্ণ করতে পারে। আন্তঃধর্মীয় সম্প্রীতি সুরক্ষা ও জাতীয় মুক্তির আদর্শকে সমুন্ত রেখে দেশ-দশের কল্যাণে জনাব তারেক রহমান যেনো ইতিবাচক নেতৃত্ব দিতে পারেন সে লক্ষে সকলে প্রার্থনা করেন। এর মাধ্যমে মাধ্যমে আগামী দিনগুলোতে সকলে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, যা সমাজে একটি ইতিবাচক ও গঠনমূলক উদাহরণ হিসেবে কাজ করবে। ধর্ম-বর্ণ-লিঙ্গ ও জাতি পরিচয়ের ঊর্ধে দেশের স্বার্থে সকলে একতাবদ্ধ থাকে বিশেষভাবে প্রার্থনা করা হয়। সংঘাত-সহিংসতা-জুলুমবাজি মুক্ত দেশের জন্য সকলে মঙ্গল কামনা করেন।