বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদলেন এটিএম কামাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ৬ জানুয়ারি ২০২৬

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদলেন এটিএম কামাল

এটিএম কামাল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা এটিএম কামাল বলেছেন, আমি মুক্তিযোদ্ধাদের সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা শ্রদ্ধা জানিয়েছেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, এই শীতে আপনারা দীর্ঘক্ষণ দাড়িয়ে আমাদের কথা শুনেছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সোনারগাঁয়ের বারদী মসলন্দপুর গ্রামে বাদ জোহর এটিএম কামালের মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জাগদল গঠন করে তখন তিনি এ দলটিতে যোগ দেন। তিনি অনেক কষ্ট করেছেন। আমি যখন ওয়ানএলিভেনে অনচন করি জিয়া পরিবারের জন্য তখন আমার মা আমার মাথার পাশে ছিলেন। 

তিনি বলেন, আমি যখন মিছিল মিটিংয়ে যেতাম মাকে সালাম করে যেতাম। বলতাম মা ফিরবে কীনা জানি না। মা বলত তুমি শহীদ জিয়ার আদর্শের জন্য লড়াই করতে যাচ্ছো, তুমি শহীদ হলেও আমার জন্য গর্বের বিষয় হবে। অসুস্থ অবস্থায়ও তিনি জানতে চাইতেন বেগম জিয়ার শরীরটা কেমন, তারেক রহমান কী দেশে ফিরবে? আমেরিকায় থাকা অবস্থায় তিনি ফোন করলেই জানতে চাইতেন আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে কীনা।