বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কামালের মাতার ইন্তেকালে মির্জা ফখরুলের শোক 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০২, ৬ জানুয়ারি ২০২৬

কামালের মাতার ইন্তেকালে মির্জা ফখরুলের শোক 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামাল-এর মাতা শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানান মির্জা ফখরুল। 

​শোকবার্তায় বিএনপি মহাসচিব জানান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুমা শাহানা খানম চৌধুরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন।

​তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অবদান ছিল অবিস্মরণীয়। দল ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি একজন স্কুল শিক্ষিকা হিসেবেও সুনাম অর্জন করেছিলেন।

​মির্জা ফখরুল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই শোকাবহ ক্ষতি সহ্য করার ক্ষমতা দানের জন্য দোয়া করেন।