ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামাল-এর মাতা শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানান মির্জা ফখরুল।
শোকবার্তায় বিএনপি মহাসচিব জানান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুমা শাহানা খানম চৌধুরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অবদান ছিল অবিস্মরণীয়। দল ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি একজন স্কুল শিক্ষিকা হিসেবেও সুনাম অর্জন করেছিলেন।
মির্জা ফখরুল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই শোকাবহ ক্ষতি সহ্য করার ক্ষমতা দানের জন্য দোয়া করেন।

