বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে মাদক ও অস্ত্রসহ ফাইটার মনির গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৪, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৭, ৬ জানুয়ারি ২০২৬

না.গঞ্জে মাদক ও অস্ত্রসহ ফাইটার মনির গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন একটি ভবনের দোতলায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ মনিরকে গ্রেপ্তার করে পুলিশ।  

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাইটার মনিরকে গ্রেপ্তার করলে তার দেয়া তথ্যে তল্লাশি চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সিসি ক্যামেরা, কম্পিউটার জব্দ করা হয়। মনির দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ফাইটার নামের একজনকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।