
ফাইল ছবি
পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পাঠ দান ও মরহুম ব্যবসায়ীদের স্মরনে ১ মিনিট নিরবতার পালন করা হয়। এবং আগত নির্বাচন কমিশনদের ফুল দিয়ে বরণ করার মধ্যে দিয়ে চৌধুরী বাড়ি রয়েল প্লেস পার্টি সেন্টারে শপথ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নির্বাচনের প্রাধান নির্বাচন কমিশন দেলোয়ার হোসেন বাবুল, সাবেক মেম্বার মোঃ কাসেম ,সাবেক মেম্বার মোঃ নাজিম উদ্দীন, মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাগর প্রধান, শামসুদ্দিন প্রধান, শেখ মোঃ অপু প্রমুখ।
এর আগে ২০ সেপ্টেম্বর আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দুই বছর মেয়াদে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে মাসুম প্রধান সভাপতি, মাছ প্রতীক নিয়ে কামাল হোসেন সুমন সাধারণ সম্পাদক ও গোলাপ ফুল প্রতীকে রাসেল সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
তারই ধারাবাহিকতায় আগামী ২০২৭ আগস্ট পর্যন্ত দুই বছর মেয়াদে নির্বাচিত সকলকে সপথ বাক্য পাঠ করিয়ে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন কমিটির দায়িত্ব হস্তান্তর করেন ব্যবসায়ী এসোসিয়েশন প্রধান নির্বাচন কমিশন দেলোয়ার হোসেন বাবুল।
অনুষ্ঠানে ব্যবসায়ী দের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন দীর্ঘ ১৫ বছর পরে আমরা নির্বাচনের আনন্দ উপভোগ করেছি এবং ভোটের মাধ্যমে আমাদের ব্যবসায়ী প্রতিনিধি নির্ধারন করেছি। এবং যারাই নির্বাচিত হয়েছেন সকলেই আমাদের ব্যবসায়ী ভাই। এছাড়া আমরা আশাবাদী আমাদের এই চৌধুরীবাড়ি ব্যবসায়ীদের কি,কি সমস্যা সমাধান করতে হবে তাদের যানা আছে।
তাদের এস্তেহার দেওয়া কাজগুলো করলেই আমরা ব্যবসায়ীরা আনন্দিত এবং তারা পরবেন বলে আশাবাদী ।
এদিকে নবনির্বাচিত সভাপতি মাসুম প্রধান সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন। আমরা চাই সবাইকে সাথে নিয়ে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন কাজ করতে। ইতিমধ্যে আমরা বেশকিছু কাজ শুরু করেছি পরিস্কার পরিচ্ছন্ন যানযট নিরসন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার চেষ্টা করছি। এছাড়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের কাজ গুলো সম্পূর্ণ করতে পারি ।