মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২৫

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ডাকাত সদস্য হলেন- আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী থানার মোঃ মাহির ছেলে মোঃ আয়নাল (৪২)।

জানা যায়, রাত আটটার দিকে থানার ব্রাহ্মন্দী ইউনিয়ন প্রভাকরদী সাকিনস্থ জনৈক বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদি কবরস্থান এলাকায় অটোরিকশায় ডাকাতি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গণপিটুনিতে একজন ডাকাত নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। লাশটি উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।