মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

|

চৈত্র ৫ ১৪২৯

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকায় বিএনপি’র পদযাত্রা আজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২২, ২৮ জানুয়ারি ২০২৩

ঢাকায় বিএনপি’র পদযাত্রা আজ

প্রতীকী ছবি

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি। ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বেলা ২টায় বাড্ডা হোসেন মার্কেটের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবেন দলটির নেতাকর্মীরা। এতে অংশ নেবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যরা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদযাত্রার শুরুতে বক্তব্য দেয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব। ২৮, ৩০ ও ৩১শে জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে এ পদযাত্রা কর্মসূচি পালিত হবে।

এদিকে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ঠা ফেব্রুয়ারি দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করবে সরকারবিরোধী দলগুলো। দলটির প্রথমদিনের পদযাত্রা’য় সভাপতিত্ব করবেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনা করবেন সদস্য সচিব আমিনুল হক।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান মানবজমিনকে বলেন, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যেই আমরা পদযাত্রা কর্মসূচি নিয়েছি।বিএনপি’র এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এই পদযাত্রায় দলীয় শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেবে। পদযাত্রাটি বাড্ডা থেকে রামপুরা হয়ে আবুল হোটেল এলাকায় গিয়ে শেষ হবে।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবেই সরকারের পতনের দাবিতে বিএনপি ৪ দিনের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করে।