
অভিযান
নারায়ণগঞ্জে কাপড়ের বাজার মনিটরিংয়ে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৩১ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় পৃথিবী নামক একটি শোরুমে কাপড়ের গায়ে উল্লেখিত ব্রান্ডের সাথে বার কোডের তথ্যের অমিল থাকায় পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সরকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।