
প্রতীকী ছবি
আড়াইহাজারে যাত্রী সেজে প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্ঠার ঘটনায় ১ চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত চোর মাধবদী থানার কান্দাইল এলাকার ফজলুল হক মোল্লার ছেলে সালমান জয় (২৪)।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে দুই যাত্রী একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে আড়াইহাজারের পুরিন্দা যাওয়ার কথা বলে ভাড়া নেয় । গাড়ীটি সন্ধ্যায় বান্টি এলাকায় আসলে চালক ভাড়া চায়। এই সময় ছিনতাইকারীর দল ফোনে অপর একজনকে ঢেকে নিয়ে আসে। এক পর্যায়ে পুরিন্দা পৌছঁলে যাত্রী বেশী ছিনতাই কারীরা গাড়ীর পিছনে বসে শক্ত কারেন্টের তার দিয়ে চালকের গলায় আঘাত করে হত্যার চেস্টা করে। পরে চালকের ডাক-চিৎকারে আশে-পাশের লোক ও পুলিশ এগিয়ে আসলে একজনকে আটক করা হয়। বাকী ২ জন পালিয়ে যায়।
এই ঘটনায় গাড়ীর চালক শাহজাহার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। চালকের বাড়ী খাগড়াছড়ি এলাকায়। ওসি আরো জানান, বাকী আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।