
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে ৩ কোটি ২০ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ইউনিয়ন পরিষদ খাতের আওতায় উন্নয়ন সহায়তা খাতে এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এই বরাদ্দকৃত অর্থ দিয়ে ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা খাতে বাস্তবায়ন করা হবে।
এর মধ্যে নারায়ণগগঞ্জ সদর উপজেলার ইউনিয়নে বরাদ্দ পেয়েছে ১ কোটি ১১ লাখ ১১ হাজার টাকা, রূপগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলো বরাদ্দ পেয়েছে ৫৮ লাখ ৩৯ হাজার, বন্দর উপজেলার ইউনিয়ন গুলোতে ২২ লাখ ১৩ হাজার, সোনারগাঁ উপজেলার ইউনিয়ন গুলোতে ৬৭ লাখ ৪৬ হাজার টাকা ও আড়াইহাজার উপজেলার ইউনিয়ন গুলোতে ৬০ লাখ ৯৩ হাজার টাকা।