রোববার, ২০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অপহৃত কিশোরী ৩৭ দিন পর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৬, ২০ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে অপহৃত কিশোরী ৩৭ দিন পর উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইকরা মনি (১৬) নামের এক কিশোরীকে অপহরণের ৩৭দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর গ্রাম হতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণকারী শাহিন মির্জা পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএময়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার মাদ্রাসা পড়–য়া মেয়ে ইকরা মনিকে ১০ ফেব্রæয়ারী  সকাল ১০টার দিকে জৈনপুর তালিমুল কোরআন মহিলা  মাদ্রাসার সামনে থেকে পিরোজপুর গ্রামের কুদরত আলী কুরজুর ছেলে শাহিন মির্জার নেতৃত্বে ৪-৫জনের একটি দল মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোজাখুজির পর না পেয়ে ১৩ মার্চ  অপহৃত কিশোরীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেয় আদালত। পরে গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ পিবিআইয়ে পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামের বাড়ি থেকে অপহৃত ইকরা মনিকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত শাহিন মির্জার চাচাতো ভাই কবির হোসেন বলেন, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রেমের বিয়ে তো বয়স দেখে হয় না। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।