মঙ্গলবার, ২০ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় পাঁচ তলার ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১২, ১৯ মে ২০২৫

ফতুল্লায় পাঁচ তলার ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সালেহা আক্তার (২৫) নামে এক গৃহবধূ পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টায় ফতুল্লার শাসনগাঁও এলাকার শহিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের মরাদেহ ভিক্টোরিয়া হানপাতালে ময়না তদন্তের জন্য নাথা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ছাদ থেকে এক তরুনী নিচে পড়ে। এসময় আশঙ্কাজনক অবস্থায় ভিক্টোরিয়া হাসপালের নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহত সালেহা আক্তারের স্বামী আল আমিন শাসনগাঁও এলাকায় শহিদ মিয়ার বাসায় স্বপরিবারে ভাড়া থাকেন। আলআমিন গার্মেন্টসে কাজ করেন। তার স্ত্রী বাসায় থাকেন। লাশ ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।