মঙ্গলবার, ২০ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি শাকিল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২১, ১৯ মে ২০২৫

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি শাকিল গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাকিল (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি শাকিল বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর তালতলা এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(৫)২৫।

ধৃতকে গত রোববার (১৮ মে) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৭ মে) বন্দর থানার একরামপুর পৌরসভাস্থ মায়ের দোয়া রেস্টুরেন্টে সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শাকিল দীর্ঘ দিন ধরে বন্দরের একরামপুর, ইস্পাহানী, তালতলা ও কদম রসুল কলেজ মাঠপাড়াসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।