মঙ্গলবার, ২০ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর আবাসিক প্রকল্পে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৯, ১৯ মে ২০২৫

বন্দর আবাসিক প্রকল্পে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

প্রতীকী ছবি

বন্দরে ইষ্ট টাউন আবাসিক প্রকল্প এলাকার তিনমত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস  কর্তৃপক্ষ।

সোমবার (১৯ মে) দুপুরে বন্দর উপজেলার  মদনপুর ইউনিয়নের ইষ্ট টাউন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে এ  অভিযান পরিচালিত হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, অভিযানের সময় ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তিন শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও ২ টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর।পুণরায় অবৈধ সংযোগ স্থাপন বন্দে অবৈধ সংযোগের স্থলগুলো সিলগালা করে তিতাস কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির অবৈধ গ্যাস সংযোগকারি একজনকে দশ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িমানা আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনি এবং গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগন।