
মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার কেজি গাঁজা সহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী হলেন- মাগুরা জেলার সদর থানার হাজীপুর ইউনিয়নের মোঃ আখিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২)।
এর আগে গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশী চালিয়ে আসামিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার এসআই পংকজ কুমার আচার্য জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।