সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর জেলার কোতয়ালী থানার শেখ মোঃ আনোয়ার হোসেনের ছেলে শেখ মোহাম্মদ ফয়সাল (৩৫) ও নরসিংদী জেলার শিবপুর থানার শামসুজ্জামান মোল্লার ছেলে মোঃ সারোয়ার হোসেন (২৮)।

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিরাজ দাস জানান, গ্রেতারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দয়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হচ্ছে।