
ফাইল ছবি
নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়। নারীরা পূরুষদের সাফল্যের প্রেরণা। বাংলাদেশের নারীরা পুরুষের পাশাপাশি সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবদানের তাদের অবদান অনস্বীকার্য। নারী সমাজের অন্যায়, অবিচার ও কুসংস্কারসহ সামাজিক সমস্যাগুলো দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। গতকাল রোববার সকালে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলমদী এলাকায়“নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ" শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির মনোয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এসব কথা বলেন।
সোনারগাঁ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আল আমিন, ছাত্রদল নেতা এসএম শিহাব।
আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। তিনি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে পারলে নারীদের স্বাস্থ্য সেবাসহ তাদের উন্নয়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপ রেখার ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনেক গুরুত্ব বহন করে। সেখানে ভোটার হিসেবে পুরুষের পাশাপাশি নারীর ভোট গুলো অনেক গুরুত্বপূর্ন। উঠান বৈঠকে বিভিন্ন বয়সের দুই শতাধিক নারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।