সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাসুল (স) এর আদর্শ অনুকরণ-ই মানবতার কল্যাণ নিহিত : আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

রাসুল (স) এর আদর্শ অনুকরণ-ই মানবতার কল্যাণ নিহিত : আবদুল জব্বার

মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ সমাজ কল্যাণ পাঠাগারের ১ম বর্ষ সীরাত মাহফিল ২০২৫ অনুষ্ঠিত। 

সীরাতুন্নবী (স:)  উপলক্ষে নারায়ণগঞ্জ সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে ২৬ আগষ্ট শুক্রবার সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচক হিসেবে আমন্ত্রিত হয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন রাসুল (স:) এর আদর্শ অনুকরণে-ই মানবতার কল্যাণ নিহিত।  আজ গোটা পৃথিবীতে ইসলামের সুমহান আদর্শের বার্তা বাহক আখেরী নবী হযরত মুহাম্মদ (স:) এর আদর্শের ঘাটতির কারনের যত অশান্তি।  অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর পক্ষ থেকে রাসুল (স:) এর মাধ্যমে যে অহীর জ্ঞান আমাদের জন্য পাঠানো হয়েছে তা আঁকড়ে ধরতে হবে। সমাজ ও রাস্ট্রে তার দেখানো পথ ও মত প্রতিষ্টা আমাদের দুনিয়া ও আখিরাতের মুক্তির কারণ হতে পারে। তাই সকল মুসলমানদের উচিৎ রাসুলের সীরাত সম্পর্কে জানা ও মানা।