
ফাইল ছবি
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আ'লীগের সভানেত্রীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮সেপ্টেম্বর) দুপুরে এদের বৈষম্য বিরোধী ১৪(৮)২৪ ও ১১(৯)২৫ইং মামলায় আদালতে প্রেরন করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী সালিমা হোসেন শান্তা (৫০) ফরাজিকান্দা এলাকার শাহাদাৎ হোসেনের স্ত্রী,একই এলাকার আব্দুল কাদিরের ছেলে যুবলীগ কর্মী আব্দুল মোত্তাধীর অনিক(৩৬) ও যুবলীগ কর্মী মুন্না(৪০) ।
এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বন্দর শাহীমসজিদ চরমুনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালানোর ঘটনার মামলায় বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আ'লীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তার সম্পৃক্ততা থাকার সন্দেহে তাকে গত শনিবার রাতে তার ফরাজিকান্দা নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে গত ২০২৪ সালে আগষ্টের প্রথমদিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার সন্দেহে বন্দর উপজেলা এলাকার যুবলীগ কর্মী অনিক ও মুন্নার সম্পৃক্ততা থাকার অপরাধে ফরাজিকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।