
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎসব আয়োজন মানেই সামাজিক মেলবন্ধন। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এসময় জেলার ২২৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এর আগে সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছিল।
এসময় জেলা প্রশাসক আরো বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সব বাহিনী একযোগে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজামণ্ডপ কঠোর মনিটরিংয়ের আওতায় থাকবে।
তিনি উল্লেখ করেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের আনন্দের উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই সব বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে উৎসবকে সুন্দরভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা জানান, জেলা প্রশাসকের আন্তরিক তত্ত্বাবধান, নিয়মিত খোঁজখবর ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য তাঁরা কৃতজ্ঞ। একইসঙ্গে তারা সামাজিক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ পদ সাহা, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহানগর সদস্য সচিব খোকন সাহা এবং জেলার ২২৪টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ।