সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অসুররা চিরদিন পরাজিতই হবে : মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

অসুররা চিরদিন পরাজিতই হবে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমাদের শুধু বাহ্যিক উন্নয়ন করলে হবে না। অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক উন্নয়ন করতে হবে। এই পূজার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের শিক্ষা। সুর ও অসুরের যুদ্ধে অসুররা চিরদিন পরাজিতই হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আজকে আমরা এই পূজা মন্ডপে এসেছি এই শারদীয় উৎসব পালন করতে৷ এই উৎসব প্রতি বছর আমরা বাংলাদেশে পালন করে থাকি। আপনারা জানেন বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে হাজার বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি বসবাস করে এসেছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। সেই আবেগের মধ্যে সবচেয়ে প্রবল হল ভালবাসা। সেই ভালবাসার আবেগে আমরা সকলে মিলে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছি। আমাদের এই বিশ্বাস রয়েছে যে আমাদের পরবর্তী প্রজন্ম একই ভাবে বসবাস করবে।